রূপম ইসলাম শুধু একজন গায়ক নন, তাঁর ভক্তদের কাছে তিনি আলাদা ইমোশন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে রয়েছেন তিনি। নেপথ্যে রূপম ইসলামের মুখ থেকে বেরোনো কয়েকটি অপশব্দ। শোনা গিয়েছে, অনুষ্ঠান শেষে ক্লান্ত গায়ককে বিরক্ত করায় ভক্তদের উদ্দেশ্যে কিছু অপশব্দ ব্যবহার করে ফেলেছিলেন রূপম ইসলাম। গায়ক নিজেও এ ব্যাপারে মুখ খুলেছেন।
রূপম বলেছেন, তিনি ওই শব্দটি ব্যবহার করার পর থেকে সেটি জনপ্রিয় হয়ে গিয়েছে। যদিও বাংলায় আরো অনেক নোংরা নোংরা গালিগালাজ আছে, আমি কিন্তু সেই সব দিই না। আমি এটা দিই কারণ আমার বাবা এটা দিতেন। পৈত্রিক সূত্রে পেয়েছি। এবার আমি যদি খারাপ হই , তাহলে আমার বাবাও খারাপ। আর আমার বাবা যদি খারাপ হন, তাহলে সবটাই খারাপ। রূপমের কথায়, খারাপ হোক বা ভালো তাঁর মনে যেটা আসে তিনি সেটাই বলে থাকেন। কেউ চিত্রনাট্য লিখে দেয় না। তাঁর মুখের কথা প্রতিটি অনুষ্ঠানের ইউএসপি। তিনি আরো বলেন, খারাপ জিনিস থেকেই তো রক মিউজিক তৈরি হয়। গোটা বিশ্বে কোথাও ঈশ্বর রক মিউজিক তৈরি করেন না। আমরা যদি আমাদের সমাজকে মেনে নিতে না পারি, সমাজের এই অংশকে বর্জন করি, সেটা তো কাঙ্খিত নয়।
রূপম তার কথার যুক্তি দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, রামকৃষ্ণ দেব যেমন অনেক ভালো কথা বলেছেন, তেমন খিস্তিও দিতেন। ওটা বাদ দিলে তুমি ওনাকে পাবে না। তুমি মন খুলতে না পারলে মন খোলা কথা আসবে না। খারাপ আসবে না। তেমনি ভালো আসবে না। আমি কথা বলব। আমাদের সমাজে যা কথা আছে তার মধ্যে খুব খারাপ বলবো না ,তবে মাঝারি খারাপ আমি নিশ্চয়ই বলবো। কারণ আমি সেটা গানে লিখি। অনুষ্ঠানে বলি। মঞ্চ থেকে আমি অনেক সময় গালিগালাজ দিয়েছি। সবশেষে রূপম ইসলাম বলেন ,আমরা আমাদের মানুষ সত্তাকে ভালোবাসি না। সব সময় দেবত্ব চাই। আমি দেবত্বে বিশ্বাস করি না। আমার কথায় ভালো হও, খারাপ হও ,শয়তান হও, তুমি আসলে মানুষ হও। গায়কের কথায়, অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সততার বিলাসিতা ছেড়ে উপযুক্ত জবাব দিতে হয়। আর তখন এই ধরনের ভাষাতেই জবাব দেওয়া উচিত।
রূপম বলেছেন, তিনি ওই শব্দটি ব্যবহার করার পর থেকে সেটি জনপ্রিয় হয়ে গিয়েছে। যদিও বাংলায় আরো অনেক নোংরা নোংরা গালিগালাজ আছে, আমি কিন্তু সেই সব দিই না। আমি এটা দিই কারণ আমার বাবা এটা দিতেন। পৈত্রিক সূত্রে পেয়েছি। এবার আমি যদি খারাপ হই , তাহলে আমার বাবাও খারাপ। আর আমার বাবা যদি খারাপ হন, তাহলে সবটাই খারাপ। রূপমের কথায়, খারাপ হোক বা ভালো তাঁর মনে যেটা আসে তিনি সেটাই বলে থাকেন। কেউ চিত্রনাট্য লিখে দেয় না। তাঁর মুখের কথা প্রতিটি অনুষ্ঠানের ইউএসপি। তিনি আরো বলেন, খারাপ জিনিস থেকেই তো রক মিউজিক তৈরি হয়। গোটা বিশ্বে কোথাও ঈশ্বর রক মিউজিক তৈরি করেন না। আমরা যদি আমাদের সমাজকে মেনে নিতে না পারি, সমাজের এই অংশকে বর্জন করি, সেটা তো কাঙ্খিত নয়।
রূপম তার কথার যুক্তি দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, রামকৃষ্ণ দেব যেমন অনেক ভালো কথা বলেছেন, তেমন খিস্তিও দিতেন। ওটা বাদ দিলে তুমি ওনাকে পাবে না। তুমি মন খুলতে না পারলে মন খোলা কথা আসবে না। খারাপ আসবে না। তেমনি ভালো আসবে না। আমি কথা বলব। আমাদের সমাজে যা কথা আছে তার মধ্যে খুব খারাপ বলবো না ,তবে মাঝারি খারাপ আমি নিশ্চয়ই বলবো। কারণ আমি সেটা গানে লিখি। অনুষ্ঠানে বলি। মঞ্চ থেকে আমি অনেক সময় গালিগালাজ দিয়েছি। সবশেষে রূপম ইসলাম বলেন ,আমরা আমাদের মানুষ সত্তাকে ভালোবাসি না। সব সময় দেবত্ব চাই। আমি দেবত্বে বিশ্বাস করি না। আমার কথায় ভালো হও, খারাপ হও ,শয়তান হও, তুমি আসলে মানুষ হও। গায়কের কথায়, অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সততার বিলাসিতা ছেড়ে উপযুক্ত জবাব দিতে হয়। আর তখন এই ধরনের ভাষাতেই জবাব দেওয়া উচিত।
No comments:
please do not enter any spam link in the comment box