Tollywood actress Pinky Banerjee: ডিভোর্সের পর ঘরছাড়া! একমাত্র ছেলেকে নিয়ে সাবিত্রী চ্যাটার্জীর বাড়িতে উঠলেন পিঙ্কি

Tollywood actress Pinky Banerjee: ডিভোর্সের পর ঘরছাড়া! একমাত্র ছেলেকে নিয়ে সাবিত্রী চ্যাটার্জীর বাড়িতে উঠলেন পিঙ্কি

শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেল টলিউড অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের। কাঞ্চন মল্লিক এবং প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ হয়েছে গত ১০ জানুয়ারি অবশ্য মানসিকভাবে বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গিয়েছে। গত দু'বছর ধরে তাঁরা দুজনে আলাদা থাকছিলেন। খাতায়-কলমে এতদিনে বিচ্ছেদ হল। আর ডিভোর্সের পর ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নিলেন পিঙ্কি । কিন্তু কেন?

আসলে সাবিত্রী চট্টোপাধ্যায় পিঙ্কির মাসির ঠাম্মি হন। অনেকেই জানেন বর্ষিয়ান অভিনেত্রীর ১১ জন বোন আছেন। পিঙ্কির ঠাকুমা মাধবীলতা দেবীর আপন বোন সাবিত্রী । সেই সূত্রে পিঙ্কি হলেন সাবিত্রির নাতনি এবং কাঞ্চন ছিলেন নাত জামাই। দুজনের ডিভোর্স নিয়ে মিডিয়াতে মুখ খুলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চ্যাটার্জি জানিয়েছেন, গত দেড় মাস ধরে ছয় বছরের ছেলেকে নিয়ে নাতনি তাঁর সঙ্গেই থাকছেন। তাঁর কথায়, কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদ হয়ে গিয়েছে। ভালই হয়েছে , দুজনে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার নাতনির মন মেজাজ একদম ভালো নেই। এখন বাড়িতেই থাকছেন তিনি।
Tollywood actress Pinky Banerjee: ডিভোর্সের পর ঘরছাড়া! একমাত্র ছেলেকে নিয়ে সাবিত্রী চ্যাটার্জীর বাড়িতে উঠলেন পিঙ্কি

পিঙ্কি এবং কাঞ্চনের একমাত্র ছেলে ওশ আদালতের নির্দেশ অনুসারে মায়ের সঙ্গেই রয়েছে। তার বয়স এখন ৬ বছর। সারাক্ষণ মায়ের কাছেই থাকছে সে। সে এখন ভাল আছে। আসলে বাবা-মায়ের ডিভোর্স বোঝার মত বয়স হয়নি ওশের। আদালতের নির্দেশ অনুসারে কাঞ্চন মল্লিক ছেলের সঙ্গে দেখা করতে পারবেন।টলিউডে গুঞ্জন, পিঙ্কি ব্যানার্জী কাঞ্চন মল্লিকের থেকে নাকি ৬০ লক্ষ টাকা পেয়েছেন। যদিও টাকার অংক সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলেননি পিঙ্কি কিংবা কাঞ্চন। অন্যদিকে সাবিত্রী টিভি নাইনের কাছে স্বীকার করেছেন পিঙ্কি ডিভোর্সের পর কাঞ্চনের থেকে টাকা পেয়েছে। আপাতত পিঙ্কি এবং ওশের গার্জিয়ান তথা অভিভাবক সাবিত্রীই।
Tollywood actress Pinky Banerjee: ডিভোর্সের পর ঘরছাড়া! একমাত্র ছেলেকে নিয়ে সাবিত্রী চ্যাটার্জীর বাড়িতে উঠলেন পিঙ্কি

পিঙ্কির বিরুদ্ধে কাঞ্চন মল্লিকের অভিযোগের অন্ত নেই। তার কথায় সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনে পিঙ্কি তার সঙ্গে কেবল ২০ দিন একসঙ্গে ছিলেন। বিয়ের পরেও একাই ছিলেন কাঞ্চন। পিঙ্কি কোনওদিনই তার সঙ্গে সংসার করেননি। এদিকে ডিভোর্সের খবরের মাঝেই গুঞ্জন ঘটেছে এই বছরই নাকি কাঞ্চন এবং তার বান্ধবী শ্রীময়ী চট্টরাজ বিয়ের পিঁড়িতে বসবেন। এখনই অবশ্য নতুন জীবনের কথা ভাবছেন না কাঞ্চন। সংবাদ মাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.