Mithun Chakraborty net worth: ফুটপাথ থেকে বলিউড সুপারস্টার! কত সম্পত্তির মালিক মিঠুন চক্রবর্তী? জানলে ঘুরে যাবে মাথা
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলার গৌরব মিঠুন চক্রবর্তী। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আছেন। স্নায়ু রোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক এবং চিকিৎসক দেবব্রত চক্রবর্তীর চিকিৎসাধীন তিনি। এমআরআই রিপোর্ট অনুযায়ী, মিঠুন চক্রবর্তীর একিউট স্ট্রোক ধরা পড়েছে। ছোট থেকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হওয়া মিঠুন চক্রবর্তী বর্তমানে বিপুল সম্পত্তির মালিক। এই প্রতিবেদনে জানবো কত টাকার সম্পত্তি আছে মহাগুরু এর কাছে। প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালের ১৬ই জুন কলকাতা জন্ম। দুই ভাইয়ের মধ্যে মিঠুন ছিলেন ছোট। কেমিস্ট্রি নিয়ে স্নাতক হওয়ার পর নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু দাদার মৃত্যুর পর সেই পথ ছেড়ে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন।
ফুটপাতে কেটেছিল রাত
প্রথম বড় ব্রেক পান মৃগয়া ছবিতে। পরিচালক ছিলেন মৃণাল সেন। প্রথম সিনেমাতে অভিনয় করে সেরা অভিনেতা জাতীয় পুরস্কার পান। এরপর আরো বড় অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন। কিন্তু জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতাকে সহজে এন্ট্রি পেতে দেয়নি মুম্বাই সিনেমা জগত। তার জন্য অনেক লড়াই করতে হয়েছিল। শুরুর দিকে ফুটপাতে খালি পেটে রাত কাটাতে হয়েছিল তাঁকে। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। এর পিছনে ছিল অদম্য জেদ আর মাটি কামড়ে পড়ে থাকা। 'ডিসকো ড্যান্সার' সিনেমার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ীর যুগলবন্দী সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। এখনো পর্যন্ত ৩৫০ টি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ১৭ টি ছবি রিলিজ করেছিল যা ছিল। এক কথায় রেকর্ড। সর্বশেষ 'কাবুলিওয়ালা' সিনেমায় রহমানের চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও নিবেশ করেছেন
মিঠুন। শুধু একজন বড় অভিনেতা নয়, একজন সফল ব্যবসায়ীও বটে। সিনেমা, ব্যবসা আরো বিভিন্ন কাজের মাধ্যমে মিঠুন ৩৪৭ কোটি টাকার মালিক। মিঠুনের একটি বড় হোটেল চেনের ব্যবসা রয়েছে। যার মধ্যে উটির হোটেলটি সবথেকে বড়। মুম্বাই, উটি এবং কলকাতায় মহাগুরু একাধিক সম্পত্তি আছে। মুম্বাইতে মিঠুনের দুটি বাংলো রয়েছে যার মধ্যে একটি বান্দ্রায় এবং অন্যটি ম্যাড আইল্যান্ডে। এছাড়াও উটিতে রয়েছে একটি ফার্ম হাউস যার মূল্য কয়েক কোটি টাকা। মসিনাগুড়িতে রয়েছে ১৬ টি কটেজ, মাইসোরে রয়েছে ১৮ টি কটেজ এবং বেশ কয়েকটি রেস্তোরাঁ। তবে শুধু বাড়ি নয়, মহাগুরুর কাছে রয়েছে একাধিক দামি গাড়িও। মহাগুরুর কাছে রয়েছে মার্সিডিস বেঞ্জ, ভক্সওয়াগেন, টয়াটো ফরচুনার, ফোর্ড এন্ডেভার সহ অসংখ্য ব্রান্ডেড এবং দামি গাড়ি।তবে অভিনেতা মিঠুন নয় একজন মানুষ হিসেবেও মিঠুন অনেক বড় মাপের মানুষ। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সব সময় সাহায্য করতে এগিয়ে যান তিনি। সারমেয় প্রাণীদের প্রতিও তার ভালোবাসা অনাবিল। মিঠুনের কাছে রয়েছে মোট ১১৬ টি কুকুর, যার মধ্যে মুম্বাইয়ের বাড়িতে ৩৮ টি এবং উটির বাড়িতে ৭৮ টি। মিঠুনের রয়েছে চার ছেলে- মেয়ে। রয়েছেন স্ত্রী যোগিতা বালিও। মিঠুনের এই বিপুল সম্পত্তির অধিকারী হবেন এনারাই। তবে মহাগুরুর শারীরিক সুস্থতার কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সকলে।
No comments:
please do not enter any spam link in the comment box