Tollywood actress Payel Sarkar: মিমির কারণে ভাঙে রাজ-পায়েলের প্রেম! প্রাক্তনকে নিয়ে কী বললেন পায়েল?
আগামী মাসে ৪২ এ পা দেবেন অভিনেত্রী পায়েল সরকার। যদিও তাঁকে দেখে এটা বোঝার কোন উপায় নেই। যৌবন যেন এক জায়গাতেই থেমে রয়েছে তাঁর। উল্লেখযোগ্য বিষয় হল, জীবনের এতগুলি বসন্ত পার করেও আজও নায়িকা একা। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তী সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। এত বছর পর হঠাৎ প্রাক্তনের কথা শুনে কি বলছেন নায়িকা? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও।
মিঠুনদার নাম শুনে ভীষণ খুশি হয়ে যান পায়েল। পায়েল বলেন, “মিঠুনদা চার্মিং। চুটকি বাজিয়ে সকলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেন তিনি।” এরপরেই আসে রাজ চক্রবর্তীর নাম। রাজের নাম শুনে কিছুটা অস্বস্তি দেখা যায় পায়েলের মুখে। পরক্ষণেই নিজেকে সামলে পায়েল বলেন, “ভালো পরিচালক।” দেবের নাম শুনে অভিনেত্রী বলেন, “ভীষণ ভালো একজন কো স্টার। ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসে।” প্রসঙ্গত, রাজের সঙ্গে সম্পর্কের কথা কখনোই খোলাখুলি ভাবে স্বীকার করেননি পায়েল। যদিও এই সম্পর্কের কথা জানতেন সকলেই। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী বলেছিলেন, “জীবন নিয়ে দুজনে দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।”
জীবনে প্রেম এসেছে বার বার
অভিনেত্রী হিসেবে জীবন শুরু করার পর থেকে প্রেম বারবার এসেছে। কিন্তু কোনও সম্পর্ক শেষ পর্যন্ত এগোয়নি। 'যমের রাজা দিল বর' সিনেমার পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক তৈরি হলেও বেশি দূর এগোতে পারেনি। তবে পায়েলের সঙ্গে যার সম্পর্ক নিয়ে বারবার কথা উঠেছে তিনি হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সম্পর্ক ভেঙে যাওয়ার এত বছর পরেও প্রাক্তনকে নিয়ে কি মতামত দিলেন অভিনেত্রী পায়েল?মিমির জন্য সম্পর্ক ভাঙ্গে
রাত শুভশ্রী ও মিমি চক্রবর্তীর মধ্যে লাভ ট্রাইংগেলের কথা সকলের জানা। শুভশ্রীর জন্যই মিমিকে ছেড়ে দিয়েছিলেন রাজ। একথা প্রায় সবাই জানেন। কিন্তু এটা জানেন কি? মিমির আগে পায়েলের সঙ্গে সম্পর্কে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রেম আমার , লে ছক্কা, বোঝে না সে বোঝে না সিনেমা চলাকালীন সম্পর্কের সূত্রপাত ঘটে। যদিও 'বোঝে না সে বোঝে না' সিনেমার পর হঠাৎ করে মিমির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় পায়েলের থেকে দূরত্ব বাড়ে।রাজ সম্পর্কে কী মত পায়েলের
সম্প্রতি একটি টক শোতে কথা বলতে গিয়ে রাজের প্রসঙ্গ ওঠে পায়েলের সামনে। অনুষ্ঠানের হোস্ট ছিলেন অভিনেত্রী অনন্যা সেন। অনুষ্ঠান চলাকালীন অনন্যা বলেন, “এই মানুষদের নাম শুনলে প্রথমে তোমার মাথায় কী আসবে, সেটা বলতে হবে তোমাকে।” শুরুটা হয় সোহমকে দিয়ে। সোহমের কথা উঠলে পায়েল বলেন, “কিউট।” হিরনের কথায় তিনি বলেন, “নাইস।”মিঠুনদার নাম শুনে ভীষণ খুশি হয়ে যান পায়েল। পায়েল বলেন, “মিঠুনদা চার্মিং। চুটকি বাজিয়ে সকলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেন তিনি।” এরপরেই আসে রাজ চক্রবর্তীর নাম। রাজের নাম শুনে কিছুটা অস্বস্তি দেখা যায় পায়েলের মুখে। পরক্ষণেই নিজেকে সামলে পায়েল বলেন, “ভালো পরিচালক।” দেবের নাম শুনে অভিনেত্রী বলেন, “ভীষণ ভালো একজন কো স্টার। ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসে।” প্রসঙ্গত, রাজের সঙ্গে সম্পর্কের কথা কখনোই খোলাখুলি ভাবে স্বীকার করেননি পায়েল। যদিও এই সম্পর্কের কথা জানতেন সকলেই। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী বলেছিলেন, “জীবন নিয়ে দুজনে দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।”
No comments:
please do not enter any spam link in the comment box