Satyajit Roy and Madhabi Mukherjee love story: তার প্রেমে হাবুডুবু খেতেন সত্যজিৎ রায়, তবুও কেন দূরে সরে গিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়?
সবার কাছে তিনি চারুলতা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের পছন্দের সারিতে প্রথম ছিলেন তিনি। মাধবী মুখোপাধ্যায়। ১০ই ফেব্রুয়ারি ৮২ বছরে পা দিলেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে মাধবীর জীবনের কিছু অজানা কাহিনী আজকের এই প্রতিবেদনে।
১৯৬৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর উপন্যাস অবলম্বনে 'চারুলতা' তৈরি করেন সত্যজিৎ রায়। নাম ভূমিকায় ছিলেন মাধবী মুখার্জি। যদিও তার আগে 'মহানগর' সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। 'চারুলতা' ছবিতে কাজ করতে করতেই একে অপরের কাছাকাছি চলে আসেন সত্যজিৎ এবং মাধবী। যদিও পরবর্তীকালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চরম সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। 'কাপুরুষ' সিনেমার পর আর একসঙ্গে দু'জনে কাজ করেননি।
একদিকে বিজয়া রায় বলেছিলেন, তার আপত্তিতেই নাকি সত্যজিৎ রায় আর মাধবীর সঙ্গে কাজ করেননি। কিন্তু মাধবী বলেছিলেন, ‘অশনি সংকেত’ -এ আমায় ডাকা হয়েছিল, আমি যাইনি। ‘নায়ক’-এ না বলেছি। ‘ঘরে বাইরে’র সময় এক সাংবাদিককে দিয়ে ডাক পাঠিয়েছিলেন কিন্তু তখনও আমি যাইনি। আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয়ে যায় না।”
১৯৬৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর উপন্যাস অবলম্বনে 'চারুলতা' তৈরি করেন সত্যজিৎ রায়। নাম ভূমিকায় ছিলেন মাধবী মুখার্জি। যদিও তার আগে 'মহানগর' সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। 'চারুলতা' ছবিতে কাজ করতে করতেই একে অপরের কাছাকাছি চলে আসেন সত্যজিৎ এবং মাধবী। যদিও পরবর্তীকালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চরম সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। 'কাপুরুষ' সিনেমার পর আর একসঙ্গে দু'জনে কাজ করেননি।
কেন একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন ?
সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা তো দূরে কথা কোন যোগাযোগ রাখেননি না মাধবী মুখোপাধ্যায়। পরে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি সেই মানুষটাকে ভীষণ ভালবাসতাম। তিনিও যে আমায় ভালবাসতেন এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমাদের কারো একে অন্যের প্রতি প্রত্যাশা ছিল না। কখনোই ওকে দখল করার মানসিকতা ছিল না আমার। মাধবী জানিয়েছিলেন, সত্যজিৎ রায় বিবাহিত ছিলেন। একজন মহিলা হয়ে অন্য মহিলার ক্ষতি আমি কি করে করতে পারি। তবে একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। একসঙ্গে ৬০টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। হাসপাতলে চার দিন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম আমি। যে মানুষটাকে ভালবাসতাম তার ক্ষতি কোনদিন চাইনি। আমার সঙ্গে তাঁর নাম যোগ করে যখন কালিমালিপ্ত করা হচ্ছিল, আমার মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে দিই।মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে কী বলেছিলেন বিজয়া রায়?
সত্যজিতের স্ত্রী বিজয়া রায় ‘আমাদের কথা’ গ্রন্থে কোনও অভিনেত্রীর নাম উল্লেখ না করেই বলেছিলেন, তার স্বামী সত্যজিৎ রায়ের সঙ্গে নায়িকার স্ট্যান্ডার্ড একেবারেই মেলে না। বিজয়া দেবী কোনও নাম না উল্লেখ করলেও এটি স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মাধবী দেবীর কথাই বলতে চেয়েছিলেন। মাধবী দেবীর সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন যে তাকে কষ্ট দিয়েছিল, সে কথাও বলতে ভোলেননি তিনি।একদিকে বিজয়া রায় বলেছিলেন, তার আপত্তিতেই নাকি সত্যজিৎ রায় আর মাধবীর সঙ্গে কাজ করেননি। কিন্তু মাধবী বলেছিলেন, ‘অশনি সংকেত’ -এ আমায় ডাকা হয়েছিল, আমি যাইনি। ‘নায়ক’-এ না বলেছি। ‘ঘরে বাইরে’র সময় এক সাংবাদিককে দিয়ে ডাক পাঠিয়েছিলেন কিন্তু তখনও আমি যাইনি। আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয়ে যায় না।”
No comments:
please do not enter any spam link in the comment box