Dev Adhikari net worth: টাকার গদিতে খেলেন তৃণমূল MP! দেবের সম্পত্তি কত?

Dev Adhikari net worth: টাকার গদিতে খেলেন তৃণমূল MP! দেবের সম্পত্তি কত?
বর্তমানে বাংলা সিনেমা জগতের অন্যতম ব্যস্ততম অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। বড় হয়েছেন মামার বাড়ি চন্দ্র কোনায়। একটা সময় মুম্বাইয়ে বাবার সঙ্গে ক্যাটারিং এর ব্যবসা করতেন। সেই দেব আজ শুধু সুপারস্টার নন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন এমপি। দেবের সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে চমকে উঠবে।

২০১৪ তারপর ২০১৯ এবার ফের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ঘাটাল কেন্দ্র থেকে লড়াই করবেন দেব। পরপর দুবারের এমপি দেব। ২০১৯ সালে তিনি নির্বাচনী হলফ নামায় যে সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন সেখান থেকে অনেক কিছুই জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ২০১৫ থেকে ১৬ সালের মধ্যে তাঁর বার্ষিক আয় ছিল তিন কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ৩৮০ টাকা। হলফনামা অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবর্ষে দেবের আয় হয়েছিল ৩ কোটি ৭৬ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা। পরের অর্থ বর্ষে দেবের আয় ছিল ২ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৫৬০ টাকা। আর ২০১৯ সালের আয়করকে দেওয়া হিসাব অনুযায়ী তাঁর কাছে নগদ ছিল ২ লক্ষ ৮৫ হাজার ২৫৮ টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একাউন্টে আছে ১০ লক্ষ টাকা। অন্য একটি ব্যাংকে আছে ৩৫ লক্ষ ৪২ হাজার টাকা এবং আরেকটি ব্যাংকে ২ লক্ষ ২৪ হাজার টাকা।
Dev Adhikari net worth: টাকার গদিতে খেলেন তৃণমূল MP! দেবের সম্পত্তি কত?

কোথায় কত বিনিয়োগ রয়েছে দেবের নামে?

বেসরকারি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে দেবের ২ কোটি ৫৫ লক্ষ ৫৯ হাজার, ৩৭ লক্ষ ৯২ হাজার এবং ৬৮ লক্ষ ৪ হাজার টাকা বিনিয়োগ করা ছিল। সব মিলিয়ে ৪ কোটি ৯ লক্ষ টাকার আশেপাশে বিনিয়োগ ছিল। মিউচুয়াল ফান্ডে ৪৫ লক্ষ টাকা এবং বীমায় ২৫ লক্ষ ৮৯ হাজার টাকা বিনিয়োগ ছিল তার।

কত টাকার ঋণ ছিল দেবের?

শুধু সম্পত্তির হিসেব দেখলেই চলবে না। দেবের মাথায় ঋণের বোঝাও কিন্তু কিছু কম ছিল না। ৪ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার ৪৫২ টাকার ঋণ ছিল দেবের নামে।

দেবের গাড়ির কালেকশন

দেবের গ্যারেজে বেশ কিছু বহুমূল্য গাড়ি রয়েছে। ৮ লক্ষ টাকা মূল্যের একটি BMW, ৩৬ লক্ষ টাকা মূল্যের একটি Mercedes এবং Hyundai অ্যালান্ট রয়েছে। সব মিলিয়ে তার কাছে ৫২ লক্ষ টাকার গাড়ি আছে।

দেবের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?

এছাড়া ২০১৯ সাল পর্যন্ত তার কাছে ৭০০ গ্রাম সোনা ছিল। যার বাজার মূল্য ৩৫ লক্ষ ৬,৪৬১ টাকা। ২০১৭-১৮ সালে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ৯০৮ টাকা। এছাড়া প্রিন্স আনোয়ার শাহ রোডে তার তিন হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৯ সালে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ৯১ লক্ষ টাকা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.