কয়েকদিন আগে ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে নীতা আম্বানির গয়না সকলের নজর কেড়েছিল। দামি পাথরের যে নেকলেস তিনি পরেছিলেন তার দাম নাকি ৫০০ কোটি টাকার কাছাকাছি। তবে এই গয়নাকেও মাত দিতে পারে নীতা আম্বানির বাজুবন্ধ ও আংটি। কারণ সেগুলি নাকি খোদ মুঘল সম্রাটের গয়না। নীতা আম্বানির বাজুবন্ধ দেখে সকলের চোখ কপালে উঠেছে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি সৌন্দর্য প্রতিযোগিতায় নীতা আম্বানি ওই গয়না পরেছিলেন। কালো রঙের বেনারসীর পাশাপাশি শোভা পাচ্ছিল অপরূপ সুন্দর বাজুবন্ধ। শোনা যায়, এটা নাকি সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত।
পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের মুকুটে যে রত্ন খচিত কলগি ছিল সেটাই এখন নীতা আম্বানির দখলে। সোনা দিয়ে বাঁধানো ১৩.৭ সেন্টিমিটার লম্বা এবং ১৯.৮ সেন্টিমিটার চওড়া এই কলগিতে হিরে, চুনি ও স্পাইনাল এর কাজ রয়েছে। এর মূল্য যে আকাশ ছোঁয়া হবে তা নিয়ে আর সন্দেহ থাকে না। তবে ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। শুধু এইটুকু নয়, অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে নীতা আম্বানির হাতে যে হিরের আংটি ছিল সেটাও নাকি মুঘল আমলের। 'মিরর অফ প্যারাডাইস' নামের এই হিরে আসলে পৃথিবীর বিখ্যাত কোহিনুর হিরে। নীতা আম্বানি এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী। তার গয়নার সম্ভার এমন থাকবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে।
তবে শাহজাহানের কলগি থেকে শুরু করে মুঘল আমলের হীরের আংটি নীতা আম্বানির কাছে দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। আসলে এই ধরনের ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ সামগ্রী ভারত সরকারের সম্পদ। সেগুলো সংগ্রহশালাতে থাকার কথা। নীতা আম্বানি সেগুলো কিনতে পারেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। আবার কেউ কেউ মনে করছেন হতেও পারে নীতা মুঘলদের গয়না দেখে অনুপ্রাণিত হয়ে সেই ধরনেরই ডুপ্লিকেট গয়না বানিয়েছেন।
পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের মুকুটে যে রত্ন খচিত কলগি ছিল সেটাই এখন নীতা আম্বানির দখলে। সোনা দিয়ে বাঁধানো ১৩.৭ সেন্টিমিটার লম্বা এবং ১৯.৮ সেন্টিমিটার চওড়া এই কলগিতে হিরে, চুনি ও স্পাইনাল এর কাজ রয়েছে। এর মূল্য যে আকাশ ছোঁয়া হবে তা নিয়ে আর সন্দেহ থাকে না। তবে ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। শুধু এইটুকু নয়, অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে নীতা আম্বানির হাতে যে হিরের আংটি ছিল সেটাও নাকি মুঘল আমলের। 'মিরর অফ প্যারাডাইস' নামের এই হিরে আসলে পৃথিবীর বিখ্যাত কোহিনুর হিরে। নীতা আম্বানি এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী। তার গয়নার সম্ভার এমন থাকবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে।
তবে শাহজাহানের কলগি থেকে শুরু করে মুঘল আমলের হীরের আংটি নীতা আম্বানির কাছে দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। আসলে এই ধরনের ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ সামগ্রী ভারত সরকারের সম্পদ। সেগুলো সংগ্রহশালাতে থাকার কথা। নীতা আম্বানি সেগুলো কিনতে পারেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। আবার কেউ কেউ মনে করছেন হতেও পারে নীতা মুঘলদের গয়না দেখে অনুপ্রাণিত হয়ে সেই ধরনেরই ডুপ্লিকেট গয়না বানিয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box