Rachana Banerjee Astrological believe: ভাগ্য বদলাতে কোন আঙুলে কী আংটি পরেন রচনা বন্দ্যোপাধ্যায় ? এগুলির কাজ কী ?
বাংলা সিনেমা দিয়ে শুরু সেখান থেকে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মাঝে বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়। আর এখন টেলিভিশন কাঁপাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি যেখানে পা রেখেছেন সেখানেই সফলতা পেয়েছেন। আর এখন তিনি প্রবেশ করেছেন রাজনীতিতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন। এখন দেখার সেখানেও সফল হতে পারেন কিনা। রচনার বিশ্বাস জীবনে তিনি এত সফলতা পেয়েছেন, এর পিছনে কাজ করেছে জ্যোতিষ শাস্ত্র।
রচনা বন্দ্যোপাধ্যায় ঘোরতর জ্যোতিষে বিশ্বাসী। দিদি নম্বর ওয়ানের একটি বিশেষ পর্বে নিজের মুখেই সেকথা স্বীকার করেছেন। রচনা জানান, তিনি একাধিক জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন। সেই পরামর্শ মতোই হাতে অনেকগুলি আংটি পরেন। সেই আংটিগুলির বিশেষ গুণ আছে জ্যোতিষ মতে। রচনা কোন আঙুলে কোন আংটি পরেন ? সেগুলির বিশেষত্ব কী ? সম্প্রতি ভোটের আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রচনা জানান, তিনি ছোটবেলা থেকেই জ্যোতিষে বিশ্বাসী। প্রথমে তাঁর বাবা-মা তাঁকে এই আংটি পরাতেন। তারপর বড় হয়ে তিনি নিজে এই সবে বিশ্বাস করতে শুরু করেন। তাঁর দুই হাতের পাঁচ আঙুলে পাঁচটা আংটি আছে। ডান হাতে চারটি। বামে একটি।
ডান হাতে আছে পোখরাজ। যা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজেকে সঠিক দিকে পরিচালনা করতে সাহায্য করে পোখরাজ। ডান হাতের দ্বিতীয় আংটিটি হীরের। যা তিনি ৩০ বছর ধরে পরে আছেন। এই হীরের আংটি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে বলে রচনার বিশ্বাস। ডান হাতের তৃতীয় আঙুলে রুবির আংটি পরেন। এই আংটি শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আর ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে আছে পান্নার আংটি। যেটা তাঁকে নাম, খ্যাতি ও যশ এনে দিয়েছে বলে তাঁর বিশ্বাস। রচনার বাম হাতে আছে ক্যাটস আই। যেটা জীবনকে সুস্থ- স্বাভাবিকভাবে চালনা করতে সাহায্য করে।
রচনা বন্দ্যোপাধ্যায় ঘোরতর জ্যোতিষে বিশ্বাসী। দিদি নম্বর ওয়ানের একটি বিশেষ পর্বে নিজের মুখেই সেকথা স্বীকার করেছেন। রচনা জানান, তিনি একাধিক জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন। সেই পরামর্শ মতোই হাতে অনেকগুলি আংটি পরেন। সেই আংটিগুলির বিশেষ গুণ আছে জ্যোতিষ মতে। রচনা কোন আঙুলে কোন আংটি পরেন ? সেগুলির বিশেষত্ব কী ? সম্প্রতি ভোটের আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রচনা জানান, তিনি ছোটবেলা থেকেই জ্যোতিষে বিশ্বাসী। প্রথমে তাঁর বাবা-মা তাঁকে এই আংটি পরাতেন। তারপর বড় হয়ে তিনি নিজে এই সবে বিশ্বাস করতে শুরু করেন। তাঁর দুই হাতের পাঁচ আঙুলে পাঁচটা আংটি আছে। ডান হাতে চারটি। বামে একটি।
ডান হাতে আছে পোখরাজ। যা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজেকে সঠিক দিকে পরিচালনা করতে সাহায্য করে পোখরাজ। ডান হাতের দ্বিতীয় আংটিটি হীরের। যা তিনি ৩০ বছর ধরে পরে আছেন। এই হীরের আংটি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে বলে রচনার বিশ্বাস। ডান হাতের তৃতীয় আঙুলে রুবির আংটি পরেন। এই আংটি শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আর ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে আছে পান্নার আংটি। যেটা তাঁকে নাম, খ্যাতি ও যশ এনে দিয়েছে বলে তাঁর বিশ্বাস। রচনার বাম হাতে আছে ক্যাটস আই। যেটা জীবনকে সুস্থ- স্বাভাবিকভাবে চালনা করতে সাহায্য করে।
No comments:
please do not enter any spam link in the comment box