Saswata Chatterjee daughter: হার মানবে সিনেমার অভিনেত্রীরা, চিনে নিন শাশ্বত চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়েকে
অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে শাশ্বত বাবার নাম উজ্জ্বল করেছেন। কোথাও তিনি অভিনয়ে এবং খ্যাতিতে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন। এবার বাড়ির তৃতীয় প্রজন্ম সিনেমা জগতে পা রাখার জন্য প্রস্তুত। শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া। দাদু-বাবার দেখানো পথেই কেরিয়ার শুরু করবেন তিনি। খুব তাড়াতাড়ি অভিনয়ে আসতে চলেছেন। আর তাঁর রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। সত্যি নায়িকাদের তুলনায় কম নন হিয়া চট্টোপাধ্যায়। শাশ্বত এবং স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে হিয়া। ছোটবেলা থেকে নাচ এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। খুব বেশি লাইমলাইটে দেখা যায়নি। শাশ্বতও সেভাবে মেয়েকে কোনও দিন প্রকাশ্যে আনেননি। সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’তে মেয়ে সহ সস্ত্রীক ক্যামেরায় ধরা দিলেন শাশ্বত। সেখানেই প্রথম মেয়ে হিয়াকে দেখা গেল। আর তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারছে না কেউ।
সিনেমা জগতের নানা অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গেলেও মেয়েকে কোনওদিন দেখা যায়নি। প্রথম থেকেই লাইমলাইট এড়িয়ে চলেন তিনি। বর্তমানে হিয়া সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নাচেও ভীষণ পারদর্শী তিনি। বাবা-ঠাকুরদার মতোই অভিনয় দুনিয়াতে প্রবেশ করতে চান। শাশ্বতও মেয়ে নিয়ে ভীষণ আশাবাদী। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শাশ্বত মেয়ের সম্পর্কে বলেন, "ওর ইচ্ছা আছে অভিনয়ে আসার। ও তো ওডিসি শিখেছে। নাচ ভালোই করে। এখন দেখা যাক কী হয়"। হিয়া সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। নিজের খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করেন।
শাশ্বত চট্টোপাধ্যায় নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। এই সিনেমার প্রধান ভিলেন তিনি। ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং প্রভাস আছেন। তাই এই সিনেমা শাশ্বতর কেরিয়ারে অন্যতম মাইলফলক হতে চলেছে। এছাড়া অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনও’ ছবিতেও অভিনয় করবেন।
সিনেমা জগতের নানা অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা গেলেও মেয়েকে কোনওদিন দেখা যায়নি। প্রথম থেকেই লাইমলাইট এড়িয়ে চলেন তিনি। বর্তমানে হিয়া সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নাচেও ভীষণ পারদর্শী তিনি। বাবা-ঠাকুরদার মতোই অভিনয় দুনিয়াতে প্রবেশ করতে চান। শাশ্বতও মেয়ে নিয়ে ভীষণ আশাবাদী। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শাশ্বত মেয়ের সম্পর্কে বলেন, "ওর ইচ্ছা আছে অভিনয়ে আসার। ও তো ওডিসি শিখেছে। নাচ ভালোই করে। এখন দেখা যাক কী হয়"। হিয়া সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। নিজের খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করেন।
শাশ্বত চট্টোপাধ্যায় নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। এই সিনেমার প্রধান ভিলেন তিনি। ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং প্রভাস আছেন। তাই এই সিনেমা শাশ্বতর কেরিয়ারে অন্যতম মাইলফলক হতে চলেছে। এছাড়া অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনও’ ছবিতেও অভিনয় করবেন।
No comments:
please do not enter any spam link in the comment box