Bollywood celebrity story: কেউ চা বিক্রি করতেন, কেউ লিপস্টিক শাড়ি, অভিনয়ে আসার আগে সেলসম্যান ছিলেন এই বলিউড তারকারা
স্ট্রাগল। এই শব্দটির সঙ্গে সিনেমা জগত ওতোপ্রতোভাবে জড়িত। যারা স্টার কিড নন, তাঁদের কাছে বলিউড অত্যন্ত কঠিন এক জায়গা। নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে অনেক অভিনেতার ১০ বছরও কেটে যায়। অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, প্রত্যেকেই দেখতে গেলে ইন্ডাস্ট্রিতে বহিরাগত। অনেক পরিশ্রম করে নিজেদের দাঁড় করিয়েছেন। এই ‘পরিশ্রম’ শব্দটি যে তাঁদের কাছে কত কঠিন, তা শুধু তাঁরাই জানেন। তবে অনেকে অভিনয়ে পা রাখার আগে নানা ধরণের কাজ করতেন। অনেকে সেলসম্যানেরও কাজ করেছেন। কারা আছেন এই তালিকায় ? দেখে নিন।
অক্ষয় কুমারঃ বর্তমানে বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। তবে গ্লামার জগতে আসার আগে তিনি নানা ধরণের ছোটখাটো কাজ করতেন। একটা সময় গয়নার দোকানে কাজ করেছেন। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনেরও কাজ করতেন।
বোমান ইরানিঃ অভিনেতা বোমান ইরানির ছেলেবেলা অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্যে কেটেছে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারির দোকানে চা ও কেক বিক্রি করতেন। এরপর মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্যামেরাম্যানের কাছে তিনিই কাজ করতেন। ছবি তুলে উপার্জন করেছেন। এরপর ধীরে ধীরে অভিনয়ে আসেন।
আরশাদ ওয়ারসিঃ মুন্না ভাইয়ের সার্কিট থেকে জলি এল এল বি। বিভিন্ন ধরণের কমেডি চরিত্র করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আরশাদ ওয়ারসি। তবে তিনি একটা সময় সেলস্ম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করতেন।
রাকেশ ওম প্রকাশ মেহেরাঃ বিখ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরা। রং দে বসন্তী, ভাগ মিলখা ভাগ সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমা জগতে আসারা আগে তিনি চা বিক্রি করতেন। ভ্যাকিউম ক্লিনার হিসেবেও কাজ করেছেন টাকা রোজগারের জন্য।
রজনীকান্তঃ সাউথের মেগাস্টার রজনীকান্ত সিনেমা জগতে আসার আগে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখানে এক পরিচালক তাঁকে আবিষ্কার করে সিনেমাতে সুযোগ দিয়েছিলেন। বাকিটা ইতিহাস।
অক্ষয় কুমারঃ বর্তমানে বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। তবে গ্লামার জগতে আসার আগে তিনি নানা ধরণের ছোটখাটো কাজ করতেন। একটা সময় গয়নার দোকানে কাজ করেছেন। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনেরও কাজ করতেন।
বোমান ইরানিঃ অভিনেতা বোমান ইরানির ছেলেবেলা অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্যে কেটেছে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারির দোকানে চা ও কেক বিক্রি করতেন। এরপর মুম্বাইয়ের এক জনপ্রিয় ক্যামেরাম্যানের কাছে তিনিই কাজ করতেন। ছবি তুলে উপার্জন করেছেন। এরপর ধীরে ধীরে অভিনয়ে আসেন।
আরশাদ ওয়ারসিঃ মুন্না ভাইয়ের সার্কিট থেকে জলি এল এল বি। বিভিন্ন ধরণের কমেডি চরিত্র করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আরশাদ ওয়ারসি। তবে তিনি একটা সময় সেলস্ম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করতেন।
রাকেশ ওম প্রকাশ মেহেরাঃ বিখ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরা। রং দে বসন্তী, ভাগ মিলখা ভাগ সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমা জগতে আসারা আগে তিনি চা বিক্রি করতেন। ভ্যাকিউম ক্লিনার হিসেবেও কাজ করেছেন টাকা রোজগারের জন্য।
রজনীকান্তঃ সাউথের মেগাস্টার রজনীকান্ত সিনেমা জগতে আসার আগে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখানে এক পরিচালক তাঁকে আবিষ্কার করে সিনেমাতে সুযোগ দিয়েছিলেন। বাকিটা ইতিহাস।
অজিত কুমারঃ তামিল ইন্ডাস্ট্রির এর এক সুপারস্টার অজিত কুমার প্রথম জীবনে সেলসের কাজ করতেন। বন্ধুর কাপড়ের ব্যবসা ছিল, সেটার সেলসের ব্যাপারটা দেখাশোনা করতেন অজিত কুমার।
No comments:
please do not enter any spam link in the comment box