Kaho Na Pyar Hai fame Abhishek Sharma: ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে ঋত্বিক রোশনের ছোট ভাই এখন কোথায় ? কী করেন তিনি ?
২০০০ সালের ১৪ জানুয়ারি। মুক্তি পায় ‘কহো না প্যায়ার হ্যায়’। রিলিজের প্রথমেই যে বিরাট সাড়া পেয়েছিল, তেমনটা নয়। তবে, আস্তে আস্তে মানুষের মনে ছাপ ফেলতে শুরু করে এই সিনেমা। এই সিনেমার গান। আর ঋত্বিক রোশন। নতুন সুদর্শন হিরোকে দেখতে দর্শক, বিশেষ করে মেয়েরা ঝাঁপিয়ে পড়তে শুরু করেন। ব্যাপক সফল হয়েছিল ‘কহো না প্যায়ার হ্যায়’। তার থেকে বেশি সফল হন ছবির নায়ক ঋত্বিক রোশন। চারিদিকে যেন হইচই পড়ে যায়। ২৪ বছর কেটে গিয়েছে। এখনও ঋত্বিক রোশন ও আমিশা প্যাটেলের জুটি মানুষের খুব পচ্ছন্দ। অনেকেই হয়ত জানেন না, প্রথমে নায়িকা হওয়ার কথা ছিল করিনা কাপুরের। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। নতুন নায়িকা আমিশাকে নিয়েই ছবি বানান রাকেশ রোশন। হিন্দি সিনেমার ইতিহাসে সেরা হিট ছবিগুলির মধ্যে অন্যতম ‘কহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী জনপ্রিয় হয়েছিলেন। সেই সঙ্গে জনপ্রিয়তা পান ঋত্বিকের ছোট ভাই হিসেবে যে খুদে অভিনেতা ছিল তিনিও। সেদিনের সেই ছোট ছেলে এখন রীতিমতো যুবক। কিন্তু পরবর্তী কালে তাঁকে আর কেন দেখা গেল না ? কোথায় হারিয়ে গেলেন সেই শিশু অভিনেতা ? জানেন তাঁর আসল নাম ?
‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে ঋত্বিকের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক শর্মা। এখন তিনি আর সিনেমা না করলেও রীতিমতো টিভি সিরিয়ালে অভিনয় করেন। ‘কহো না প্যায়ার হ্যায়’-এর পর সানি দেওলের ‘চ্যাম্পিয়ন’ ছবিতেও কাজ করেছিলেন অভিষেক। তার পর ৮ বছর আর কাজ করেননি। ২০০৮ সালে তিনি ফিরে আসেন সিরিয়াল দিয়ে। ‘মিলে যব হাম তুম’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় কাজ করেন তিনি। এরপর বেশ কিছু সিরিয়ালে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। ২০২২ সালে অভিষেক বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম কানন শর্মা।
অভিষেক আজও তাঁর কেরিয়ারের জন্য ধন্যবাদ জানান রাকেশ রোশনকে। কারণ তিনিই তাঁকে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর মতো সুপারহিট ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক রোশনের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “এটা একটা দীর্ঘ যাত্রা। অত্যন্ত আশীর্বাদ পূর্ণ ছিল সেই সফর। ওই ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে আমি যে শিক্ষা পেয়েছি তা সারা জীবন পথ চলার জন্য সুরক্ষিত। সঙ্গে সবসময় সেটা রেখে দিয়েছি”। রাকেশ রোশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “ ভালো কাজ দেওয়ার জন্য রাকেশ কাকু তোমায় ধন্যবাদ। ঋত্বিক দাদা তোমায় ধন্যবাদ আরও ভালো কাজ করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য। এই সিনেমার জন্য আমার ছোটবেলা দারুণ কেটেছে”।
No comments:
please do not enter any spam link in the comment box