Suchitra Sen rejected Satyajit Roy: কোন কারণে সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন ? কেন আর কাজ করেননি ?
বাংলা ছবির মহানায়িকা তিনি। আর একজন ভারতের প্রথম অস্কারজয়ী পরিচালক। কিন্তু দুই তারকাকে কোনওদিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। সত্যজিৎ রায় এবং সুচিত্রা সেন কখনও একই ছবিতে কাজ করেননি। উত্তম কুমার অবশ্য সত্যজিৎ রায়ের দুটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু মহানায়িকা করেননি। অথচ সেই সময় সুচিত্রা সেন ছিলেন বাংলা ছবির এক নম্বর নায়িকা। কেন তিনি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেননি ? এই প্রশ্ন চিরদিন রয়েই গিয়েছে। এমনটা নয় যে, সত্যজিৎ রায় কোনওদিন প্রস্তাব নিয়ে আসেননি ? একটি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি। সেই সঙ্গে জুড়ে দিয়েছিলেন কঠিন শর্ত। কী ছিল সেই শর্ত ? পথের পাঁচালী, অপুর সংসার-এর মতো আইকনিক ছবির নির্মাতা ছিলেন সত্যজিৎ রায়। তখনকার দিনের অভিনেতা-অভিনেত্রীরা মুখিয়ে থাকতেন তাঁর সঙ্গে কাজ করার জন্য। সুচিত্রা সেনও চেয়েছিলেন। কিন্তু অভিনয়ের প্রস্তাবের বদলে সত্যজিৎ রায় এমন একটি শর্ত দিয়েছিলেন যে মুখের উপর তাঁকে ‘না’ বলে দিয়েছিলেন সুচিত্রা সেন।
তৎকালীন বিভিন্ন পত্র-পত্রিকা থেকে জানা যায়, ১৯৬০ সালের প্রথম দিকে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেন সত্যজিৎ রায়। স্বাভাবিক ভাবেই তিনি চেয়েছিলেন সুচিত্রা সেন প্রধান চরিত্রে অভিনয় করুন। মহানায়িকার কাছে প্রস্তাব নিয়ে যান তিনি। সেই সঙ্গে দিয়েছিলেন কঠিন শর্ত। চুক্তিপত্র অনুসারে ছবির শ্যুটিং চলাকালীন অন্যকোনও ছবিতে কাজ করতে পারবেন না সুচিত্রা সেন। কোনও ছবির সঙ্গেও যুক্ত হতে পারবেন না। একান্তভাবে দেবী চৌধুরানী হয়ে থাকতে হবে। এই শর্তে সরাসরি না বলে দিয়েছিলেন মহানায়িকা। ফলে ছবির কাজ ভেস্তে যায়। সুচিত্রা সেনকে না পেয়ে আর ‘দেবী চৌধুরানী’ নিয়ে এগোননি সত্যজিৎ রায়। তবে সুচিত্রা সেন অনেক পরে দীনেন গুপ্তের ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি তেমন সফল হয়নি।
No comments:
please do not enter any spam link in the comment box