Bollywood actress Rekha untold story: স্বামী নেই, তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা, চমকে যাবেন আসল কারণ জানলে
ভারতীয় সিনেমার এক অন্যন প্রতিভাধর অভিনেত্রী রেখা। যার নাম কোনও দিন দর্শকের মন থেকে মোছা সম্ভব নয়। শুরু করেছিলেন ৭০-এর দশক থেকে। আজও এভারগ্রীন তিনি। ৭০-এর পর ৮০ এবং ৯০-এর দশকেও চুটিয়ে কাজ করেছেন। বহু সুপারহিট সিনেমার নায়িকা তিনি। আজও তাঁর সৌন্দর্য মুগ্ধ করে আজকের প্রজন্মকেও। কিছু দিন আগেই ৬৭ বছরে পা দিয়েছেন। কিন্তু চেহারায় বয়সের বলিরেখা পড়ার বদলে সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে। যখনই প্রকাশ্যে দেখা যায়, পড়নে থাকে কাঞ্জিভরম শাড়ি, পিঠ পর্যন্ত ঢেউ খেলানো চুল, কপালে টিপ এর সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করে। এই রূপ আজও কোনও পুরুষকে পাগল করতে পারে। রূপের মতোই রেখার জীবন রহস্যে মোড়া। বারবার চর্চায় এসেছে রেখার ব্যক্তিগত জীবন।
রেখা আর অমিতাভ বচ্চনের প্রেম কাহিনী সর্বজন বিদিত। একসময় এই প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে। বিয়ের পরও রেখার সঙ্গে প্রেম চালিয়ে গিয়েছিলেন অমিতাভ। স্ত্রী জয়া সবটা জেনে ফেলায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় বিগ বি’কে। বড় পর্দায় অমিতাভ-রেখার জুটি ছিল সুপারহিট। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের ভালোবাসার কথা স্বীকার করেছেন রেখা। তবে, অমিতাভের কোনওদিন নাম নেননি। অমিতাভ বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিয়ের এক বছরের মাথায় মুকেশ রেখার ওড়ান গলায় পেঁচিয়ে মারা যান। এই মৃত্যু নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। প্রশ্ন উঠেছে বারবার, স্বামীর মৃত্যুর পর কেন এখনও সিঁথিতে সিঁদুর পরেন রেখা ? অনেকের ধারণা, অমিতাভ বচ্চনের জন্য এই সিঁদুর। আসলে সেটা নয়, রেখা সিঁথিতে সিঁদুর দিয়ে থাকেন সঞ্জয় দত্তের জন্য। শোনা যায়, দু’জনের নাকি বিয়ে হয়েছিল গোপনে।
রেখার জীবনীকার ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানেই তিনি দাবি করেছেন, রেখা সঞ্জয় দত্তের জন্য সিঁদুর পরেন। রেখা এই সিঁদুরের দাবিদার অমিতাভকে ধরেন না। যদিও প্রকাশ্যে রেখা বলেন, স্টাইলের জন্য তিনি সিঁথিতে সিঁদুর পরেন।
READ MORE: কোন কারণে সত্যজিৎ রায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন ? কেন আর কাজ করেননি ?
No comments:
please do not enter any spam link in the comment box