Amitabh Bachchan and Jaya Bachchan married life: জয়াকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন অমিতাভ বচ্চন, ফাঁস হল আজব রহস্য রহস্য
শুধু বলিউডের সফল জুটি নয়, ব্যক্তিগত জীবনেও সফল দম্পতি। জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু কেউ কারও হাত ছাড়েননি। একসঙ্গে কাটিয়ে দিলেন ৫০ বছর। কোনও দিন তাঁদের সম্পর্ক ভাঙ্গা নিয়ে কোনও গুঞ্জন শোনা যায়নি। এমনকি সম্পর্কের মধ্যে অন্য নারীর প্রবেশের পরও। বলিউডের এই সফল দম্পতি হলেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। ১৯৭৩ সালের ৩রা জুন বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের এত বছর পরেও কত মিল দু’জনের। আজও যেকোনো অনুষ্ঠানে অমিতাভ বচ্চন একা যান না। সঙ্গে জয়া বচ্চন থাকেন। তবে এই বিয়ে কিছুটা জোর করেই করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। নিজেদের ৪৭তম বিবাহ বার্ষিকীতে সেই কাহিনী প্রকাশ্যে আনেন অমিতাভ এবং জয়া। অমিতাভ জানান, তিনি বাধ্য হয়েই জয়াকে বিয়ে করেছিলেন।
একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ‘জঞ্জীর’ সুপারহিট হওয়ার পর প্রথমবার বন্ধুরা মিলে ঠিক করলাম লন্ডনে ঘুরতে যাব। বাবুজিকে জানাতেই উনি জানতে চান, কে কে যাচ্ছে ? তালিকায় জয়া বচ্চনের নাম দেখে স্পষ্ট বলেন, আগে ওকে বিয়ে কর। তারপর ঘুরতে যেতে পারবে। আমিও বাধ্য ছেলের মতো বিয়ের পিঁড়িতে বসে পড়ি। বাবুজির কথা মেনেই সেদিন তাড়াতাড়ি বিয়ে করেছিলাম। বিয়ের পরই জয়াকে নিয়ে লন্ডন ঘুরতে যাওয়ার স্বপ্ন সফল হয়। বাবার নির্দেশ মতো বিয়ে করলেও জয়া এবং অমিতাভ ইন্ডাস্ট্রির সফল জুটি। শুধু স্বামী-স্ত্রী নয়। সফল বাবা-মাও বটে। তাঁদের দুই সন্তান অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন। তাঁদেরও ছেলে-মেয়ে হয়েছে। পুত্র-কন্যা-নাতি-নাতনি নিয়ে সুখের সংসার অমিতাভ-জয়ার।
READ MORE: স্বামী নেই, তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা, চমকে যাবেন আসল কারণ জানলে
No comments:
please do not enter any spam link in the comment box