Tollywood star Jeet: কেন বাবার পদবী ব্যবহার করেন না জিত ? জিতের প্রকৃত নাম কী ?

Tollywood star Jeet: কেন বাবার পদবী ব্যবহার করেন না জিত ? জিতের প্রকৃত নাম কী ?
প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বাংলা সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি। এককথায় সুপারস্টার। ব্যক্তিগতভাবে অবাঙালি হলেও কোটি কোটি বাঙ্গালির মননে স্থান করে নিয়েছেন। ঠিকই ধরেছেন, তিনি জিত (Jeet)। তবে জিত তাঁর প্রকৃত নাম নয়। নিজের আসল নাম ও পদবী লুকিয়ে রেখেছেন তিনি। কেন জানেন ? টলিউডের ‘বস’-এর প্রকৃত নাম জিতেন্দ্র মদনানি। কিন্তু এই নামে বাংলায় তাঁকে খুব কম মানুষ চেনেন। বাবার দেওয়া নাম-পদবী মুছেই ফেলেছেন জিত। বাংলা সিনেমার সুপারস্টার হতে নতুন নাম নিয়েছেন অভিনেতা। কিন্তু কেন ? কেন নিজের পদবী ব্যবহার করেন না ? কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তার উত্তর দিয়েছেন তিনি। কেন নিজের নাম ব্যবহার করেন না জিত ? এর উত্তরে তিনি জানান, “আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধু জিত। স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানি। বাড়িতে ডাকনাম জিতু। সিনেমাতে আসার পর আমার নাম জিত হয়ে যায়। জিত মানে জয় করা। আমি মানুষের মন জয় করতে চাই”। 
জিতের জন্ম একটি সিন্ধি পরিবারে। প্রকৃত বাড়ি কলকাতায় কালীঘাটে। ছোটবেলায় সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোস্যাইটি ক্লেজ থেকে গ্রাজুয়েট করেছেন। এরপর পড়াশোনার পাট চুকিয়ে পারিবারিক ব্যবসায় যোগদান করেন। তবে ছোট থেকেই অভিনয়ের শখ ছিল। তিনি বিখ্যাত অভিনেতাদের নকল করতেন। বন্ধু রাজেশ চৌধুরীর উৎসাহে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। তবে প্রথম দিকে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে। প্রথম অভিনয় ‘বিষবৃক্ষ’ সিরিয়ালে তারাচরণের ভূমিকায়। তারপর ‘জননী’ সিরিয়ালেও একটি ছোট ভূমিকায় কাজ করেন। এরপর মুম্বাই চলে যান ভাগ্যপরীক্ষা করতে। সাফল্য আসেনি। তামিল ইন্ডাস্ট্রিতেও চেষ্টা করেছিলেন। ছবি সুপারফ্লপ করে। ফের বাংলায় ফিরে আসতে হয়। বাংলায় প্রথম ছবি ‘সাথী’ সুপার-ডুপার হিট হয়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.