Popular Bollywood actress childhood memory: ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলিউডের এইসব নায়িকারা

হিন্দি হোক বা বাংলা, সিনেমায় যাঁরা অভিনয় করেন তাঁদের জীবন সাধারণ মানুষের থেকে আলাদা। অন্তত সিনেমাপ্রেমীরা তাই মনে করেন। সত্যিই কী আলাদা হয় ? সাধারণের মতো তাঁদের জীবনেও কান্না হাসির জোয়ার ভাঁটা চলে। দৈনন্দিন সাংসারিক জীবনে ওঠাপড়া তাঁদেরও আছে। জীবন যুদ্ধে কেউ জয়ী, কেউ বা পরাজিত। ছায়া-ছবির জগতের মানুষ হলেও জীবনে প্রতি পদে লড়াই সবার আছে। আগে সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা যেন অন্য গ্রহের মানুষ ছিলেন। বর্তমানে ভক্তদের সঙ্গে দূরত্ব অনেকটাই কমে গিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। প্রিয় তারকার জীবনে কী ঘটছে, তার প্রতি মিনিটের আপডেট পেয়ে যাচ্ছেন ভক্তরা। ইন্টারভিউয়ে নিজেদের জীবনের অপ্রকাশিত সত্য খোলাখুলি বলছেন তারকারা। তাই ফিল্মস্টারদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রিয় ঘটনাও প্রকাশিত হচ্ছে। বলিউডের কয়েকজন নামী তারকা ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। নিজেরাই জানিয়েছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা।

দীপিকা পাড়ুকোন (Dipika Padukone): রণবীর কাপুরের কাছ থেকে প্রেমে আঘাত পেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। অবসাদ এতটাই ছিল যে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন। কীভাবে তিনি সেই আঘাত কাটিয়ে উঠেছিলেন, সেই ঘটনা সাক্ষাৎকারে অনেকবার জানিয়েছেন দীপিকা। একই সঙ্গে কিশোরী বয়সের এক ভয়ানক অভিজ্ঞতা কথাও জানিয়েছেন তিনি। বয়স যখন ১৪ বা ১৫। এক ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করেছিল তাঁর! কীভাবে নিজেকে রক্ষা করেছিলেন ? দীপিকা জানিয়েছেন, ওই ব্যক্তি নানাভাবে শরীরের বিভিন্ন অংশ ছোঁয়ার চেষ্টা করছিল। প্রথমে বিরক্তি প্রকাশ করলেও তাকে থামানো যায়নি । শেষে রুখে দাঁড়ান। সটান ওই ব্যক্তির গালে চড় বসিয়ে দেন। বেগতিক বুঝে পালিয়ে যায় সেই ব্যক্তি।

সোনম কাপুর (Sonam Kapoor): ছোটবেলায় একইরকম অভিজ্ঞতা হয়েছিল অনিল কাপুরের কন্যার। ১৪ বছর বয়সে মুম্বাইয়ের এক সিনেমা হলে ভয়াবহ সেই কাণ্ড ঘটেছিল। পাশে বসে থাকা এক ব্যক্তি সোনমের শ্লীলতাহানি করে। ছোট সোনম ভয়ে কুঁকড়ে গিয়েছিল।

প্রীতি জিন্টা (Priti Zinta): একটি সাক্ষাৎকারে সোল্ডজার-এর নায়িকা প্রীতি জানিয়েছিলেন, ছোটবেলায় দিল্লিতে শ্লীলতাহানি হয়েছিল তাঁর। অন্ধকারের সুযোগ নিয়েছিল এক দুষ্কৃতি। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়।

READ MORE: শ্যুটিং ফ্লোরে মেয়েদের জোর করে এই কাজ করতে বাধ্য করেন সলমান খান   

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat) : বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াতের জীবনেও ঘটেছিল ভয়াবহ ঘটনা। খুব ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি। ভয়ে বাড়িতে কিছু বলতে পারেননি। বিষয়টি নিয়ে প্রথমবার একটি সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.