shah rukh khan: মরার আগে একবার শাহরুখ খানকে দেখতে চাই, আবেদন ক্যান্সার আক্রান্তের

শিবানী চক্রবর্তী। বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। বাড়ি উত্তর ২৪ পরগণার খড়দহে। তাঁর শয়নে স্বপনে শুধুই শাহরুখ খান (shah rukh khan) । শিবানী দেবীর একটি আবদার কিংখানের কাছে। বলা ভালো শেষ ইচ্ছে। মৃত্যুর আগে অন্তত একবার তাঁর বাড়িতে আসুন শাহরুখ। নিজের হাতে রেঁধে খাওয়াবেন। সাধারণ গৃহস্থ বাড়ির বাঙালি রান্না। মৃত্যু পথযাত্রী শিবানী দেবীর স্বপ্ন, তাঁর হাতের রান্না তৃপ্তি করে খাবেন কিংখান। কেন মৃত্যু পথযাত্রী ? কারণ, ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছেন শিবানী চক্রবর্তী। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। এখন মৃত্যুর জন্য পথ গোনা ছাড়া আর কোন উপায় নেই। তাতে অবশ্য শিবানী দেবী ভেঙে পড়েননি। মৃত্যুতে একদিন সবার আসবে। শুধু তাঁর বেলায় জানিয়ে আসছে। এই যা তফাৎ।

শিবানী চক্রবর্তীর ‘শেষ ইচ্ছা’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর মেয়ে মায়ের কথা ভিডিও রেকডিং করে ছড়িয়ে দিয়েছেন। শিবানী চক্রবর্তী আসলে শাহরুখ খানের অন্ধ ভক্ত। সেই কবে থেকে কিংখানের প্রতিটি সিনেমা তিনি হলে গিয়ে দেখেন। কয়েক মাস আগেও যখন ক্যান্সারের জন্য কেমো চলছিল, নড়বার ক্ষমতা ছিল না। তখনও শিবানী দেবী আবদার ধরেন শাহরুখের ‘পাঠান’ তিনি দেখবেন। শেষ পর্যন্ত তাঁর জেদের কাছে হার মানে শারীরিক প্রতিবন্ধকতা। ইচ্ছা শক্তিটাই বড়। এখন শিবানী চক্রবর্তী ইচ্ছা প্রকাশ করেছেন, হাতে সময় কম। মরার আগে একবার অন্তত নিজের চোখে শাহরুখ খানকে দেখতে চান। তাঁর বাড়িতে এসে শাহরুখ দুটো খেয়ে যাবেন।

শিবানী দেবীর মতে, ‘শাহরুখ তো বাংলাকে ভালোবাসেন। তিনি নিশ্চয় আসবেন’। শাহরুখের সঙ্গে দেখা হলে কী করবেন ? উত্তরে তিনি বলেন, “নিজের হাতে রেঁধে খাওয়াব। সাধারণ বাঙালি রান্না। শাহরুখ নিশ্চয় খাবেন। উনি এত বড় স্টার হয়েও কত সাধারণভাবে থাকেন। সেটাই শিক্ষা”। আর কী বলবেন ? উত্তরে বলেন, ‘বলব, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করতে। ও যেন ভালো থাকে’। এখানেই শেষ নয়। তাঁর ঘরের দেওয়াল জুড়ে শুধুই শাহরুখ খানের ছবি। নানা মুডে সেখানে ধরা দিয়েছেন কিংখান। তাঁর প্রতিটি সিনেমার নাম গড়গড় করে বলে যেতে পারেন শিবানী চক্রবর্তী। শাহরুখ প্রিয়তা থেকেই বেড়েছে ক্রিকেটের প্রতি অনুরাগ। ‘কলকাতা নাইট রাইডারস’-এর অন্ধ ফ্যান তিনি। নিয়ম করে খেলা দেখেন। খোঁজ খবর রাখেন। কিন্তু শিবানী চক্রবর্তীর খবর কিংখানের কান পর্যন্ত কী পৌঁছাবে ? যদি পৌঁছায় এই মৃত্যু পথযাত্রী ভক্তের শেষ ইচ্ছা কী তিনি পূর্ণ করবেন ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.