Soumya Chakraborty Facebook post: শান্তিতে পৃথিবী থেকে চলে যেতে চাই, কেন লিখলেন গায়ক সৌম্য চক্রবর্তী

রিয়ালিটি শো জয় করা আর রিয়ালিটি জয় করা, দুটোর মধ্যে বিস্তর ফারাক। জি বাংলার ‘সারেগামাপা’   (saregamapa) থেকে খ্যাতি পেয়েছিলেন। বাংলার ঘরে ঘরে নাম ছড়িয়ে পড়ে। আর একটু বেশি স্বপ্ন দেখে পাড়ি দিয়েছিলেন মুম্বাই। অংশ নিয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এ (Indian idol)। সেখানে জয়ী হতে না পারলেও খ্যাতি জুটেছিল। কিন্তু বাস্তবে গায়ক হিসেবে এখনও প্রতিষ্ঠিত হতে পারেননি সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty )। শুধু তাই নয়, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই একটি অভিযোগে তাঁর কেরিয়ার ধূলিসাৎ করে দেয়। তারপর থেকে একপ্রকার চুপচাপ হয়ে গিয়েছিলেন সৌম্য। এখন তাঁর গলায় হতাশার সুর। ফেসবুকে লিখেছেন, অনেক লড়াই করেছি। আর পারছি না। হেরে গিয়েছি আমি। এবার চুপচাপ চলে যেতে চাই। কী এমন ঘটল ? কেন সৌম্য চক্রবর্তীর গলায় আত্মহত্যার সুর ?

READ MORE:কেমন হল ‘ব্যাড বয়’, নজর কাড়তে পারলেন মিঠুন পুত্র নমাশি ? 

 

এদিন গায়ক তাঁর ফেসবুকে লিখেছেন, “সবথেকে কাছের মানুষের কাছে শুনলাম আমি ধর্ষক। বাকিদের সঙ্গে আর যুদ্ধ কিসের ? আমি তাই। ধন্যবাদ। আজ থেকে গান ছাড়লাম। অনেক লড়াই করেছি, আর পারছি না। হয়তো আমি তাঁকে অনেক প্রহার করেছি তাই সে আমায় রেপিস্ট বলেছে। যত জানছি, তত ভালো। যারা দুঃখ দেয়, তাদের কোনদিন ভুলে যেতে নেই। তাহলে আবার কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে”। এরপর পোস্টে নিজেকে শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, “কেউ দয়া করবেন না। আমি এবার বিদায় নিতে চাই। শান্তিতে চলে যেতে চাই। অনেক লড়াই করেছি। আর পারছি না। সমাজের সঙ্গে লড়তে গিয়ে আমি ক্লান্ত। একটি মেয়ের মিথ্যা অভিযোগ একজন ছেলের জীবনের সংজ্ঞা বদলে দিতে পারে। একটা মিথ্যা এত বড় হতে পারে ? তা ভালো। তোমরা সবাই জিতে গেছ। আমি হেরে গেছি। আই অ্যাম এ লুজার”। যদিও পরে সব পোস্ট ডিলিট করে দিয়েছেন সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.