the Kerala story actor-actress payment details: ৫ দিনে সারা দেশে আয় ৫০ কোটি পার, the Kerala story-এর অভিনেতা-অভিনেত্রীরা কত পেলেন ?
বাংলায় নিষিদ্ধ হওয়ার আগেই সারা দেশে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সুদীপ্ত সেনের the Kerala story। শুধু সমালোচকদের নয়, দর্শকরাও এই ছবি দেখতে সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সে ভীড় করছেন। বক্স অফিসেও ধামাকা the Kerala story। গত শুক্রবার ৫ মে রিলিজ হয়েছে, মঙ্গলবারের মধ্যেই ছবিটি ৫০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। সিনেমা পণ্ডিতদের কম বাজেটের the Kerala story আগামী দিনে বলিউডে অন্যতম হিট ফিল্ম হতে চলেছে। সিনেমার পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীদের কাজ নিয়েও আলোচনা চলছে। ‘দ্য কেরালা স্টোরি’ অনেকের কাছে প্রথম ছবি। পরিচালক সুদীপ্ত সেন প্রায় ৯০ শতাংশ নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন। শুধুমাত্র প্রধান নায়িকা আদা শর্মা ছাড়া আর কেউ পরিচিত মুখ নন। the Kerala story তে কাজ করে কে কত টাকা পেমেন্ট পেলেন ?
সিদ্ধি ইদানিঃ the Kerala story -এর আগে একাধিক তামিল ও তেলেগু ছবিতে কাজ করেছেন সিদ্ধি। তবে তখন তেমন পরিচিতি পাননি। এই সিনেমা তাঁর জীবনে অন্যতম মাইল ফলক। দ্য কেরালা স্টোরি করে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।
যোগিতা বিহানিঃ the Kerala story- তে নিমার ভূমিকায় অভিনয় করেছেন যোগিতা। একাধিক সিরিয়ালে কাজ করেছেন। হাতে বেশ কয়েকটি সিরিয়ালের অফার আছে। তবে দ্য কেরালা স্টোরি তাঁর কাছে বড় ব্রেক। তিনিও ৩০ লক্ষ টাকা পেয়েছেন।
সানিয়া বালানিঃ ভিলেন আসিফার চরিত্র করেছেন সানিয়া। তাঁর অভিনয় বেশ শক্তিশালী বলছেন সমালোচকরা। সানিয়া হিন্দি সিনেমার জনপ্রিয় মুখ। বেশ কিছু ধারাবাহিকে গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পারিশ্রমিক ছিল ৩০ লক্ষ।
প্রণব মিশ্রঃ এই ছবিতে ভিলেনের ভূমিকায় কাজ করেছেন প্রণব মিশ্র। তাঁকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শকরা। the Kerala story তে অভিনয় করে ১৫ লক্ষ টাকা পেয়েছেন প্রণব মিশ্র।
বিজয় আচার্যঃ সুদীপ্ত সেনের ছবির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বিজয় আচার্য। তিনি পারিশ্রমিক বাবদ ২৫ লক্ষ টাকা পেয়েছেন।
আদা শর্মা (adah sharma): ‘দ্য কেরালা স্টোরি’তে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন আদা শর্মা। তাঁর অভিনীত চরিত্রের নাম শালিনী। তাঁর অভিনয় খুব প্রশংসিত হচ্ছে। যেহেতু প্রধান নায়িকা, তাই তাঁর পারিশ্রমিক অন্যদের থেকে বেশি। তিনি এক কোটি টাকা পেয়েছেন। শোনা যাচ্ছে, ছবির লভ্যাংশ পাবেন তিনি।
সিদ্ধি ইদানিঃ the Kerala story -এর আগে একাধিক তামিল ও তেলেগু ছবিতে কাজ করেছেন সিদ্ধি। তবে তখন তেমন পরিচিতি পাননি। এই সিনেমা তাঁর জীবনে অন্যতম মাইল ফলক। দ্য কেরালা স্টোরি করে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।
READ MORE: বাংলায় নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত পরিচালক সুদীপ্ত সেনের, কে এই সুদীপ্ত সেন ?
যোগিতা বিহানিঃ the Kerala story- তে নিমার ভূমিকায় অভিনয় করেছেন যোগিতা। একাধিক সিরিয়ালে কাজ করেছেন। হাতে বেশ কয়েকটি সিরিয়ালের অফার আছে। তবে দ্য কেরালা স্টোরি তাঁর কাছে বড় ব্রেক। তিনিও ৩০ লক্ষ টাকা পেয়েছেন।
সানিয়া বালানিঃ ভিলেন আসিফার চরিত্র করেছেন সানিয়া। তাঁর অভিনয় বেশ শক্তিশালী বলছেন সমালোচকরা। সানিয়া হিন্দি সিনেমার জনপ্রিয় মুখ। বেশ কিছু ধারাবাহিকে গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পারিশ্রমিক ছিল ৩০ লক্ষ।
প্রণব মিশ্রঃ এই ছবিতে ভিলেনের ভূমিকায় কাজ করেছেন প্রণব মিশ্র। তাঁকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শকরা। the Kerala story তে অভিনয় করে ১৫ লক্ষ টাকা পেয়েছেন প্রণব মিশ্র।
বিজয় আচার্যঃ সুদীপ্ত সেনের ছবির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বিজয় আচার্য। তিনি পারিশ্রমিক বাবদ ২৫ লক্ষ টাকা পেয়েছেন।
আদা শর্মা (adah sharma): ‘দ্য কেরালা স্টোরি’তে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন আদা শর্মা। তাঁর অভিনীত চরিত্রের নাম শালিনী। তাঁর অভিনয় খুব প্রশংসিত হচ্ছে। যেহেতু প্রধান নায়িকা, তাই তাঁর পারিশ্রমিক অন্যদের থেকে বেশি। তিনি এক কোটি টাকা পেয়েছেন। শোনা যাচ্ছে, ছবির লভ্যাংশ পাবেন তিনি।
No comments:
please do not enter any spam link in the comment box